| |
               

মূল পাতা মুসলিম বিশ্ব রুশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করবেন মাওলানা আমির খান মুত্তাকি


রুশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করবেন মাওলানা আমির খান মুত্তাকি


শেখ আশরাফুল ইসলাম     02 October, 2025     08:00 PM    


৭ অক্টোবর রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে বৈঠক করবেন ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মাওলানা আমির খান মুত্তাকি। এই বৈঠকটি বিভিন্ন কারণেই বেশ গুরুত্বপূর্ণ। 

বৈঠকটি মস্কোতে আয়োজিত সপ্তম “মস্কো ফরম্যাট পরামর্শ সভা”-এর ফাঁকে অনুষ্ঠিত হবে। বিষয়টি রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।

বৃহস্পতিবার (২ অক্টোবর) আফগান সংবাদমাধ্যম আরিয়ানা নিউজের প্রকাশিত এক সংবাদ থেকে এ তথ্য জানা যায়।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, এই বৈঠকে কাবুল ও মস্কোর বর্তমান দ্বিপাক্ষিক সহযোগিতা নিয়ে আলোচনা হবে।

এই মস্কো ফরম্যাটে আফগানিস্তান, ভারত, ইরান, কাজাখস্তান, চীন, কিরগিজস্তান, পাকিস্তান, রাশিয়া, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান এবং উজবেকিস্তানের প্রতিনিধিরা অংশ নেবেন। অতিথি দেশ হিসেবে বেলারুশকেও আমন্ত্রণ জানানো হয়েছে।

জাখারোভা জানান, বৈঠকটি রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত হবে এবং সেটি হবে রুদ্ধদ্বার গুরুত্বপূর্ণ বৈঠক।

তিনি আরও বলেন, “মূল লক্ষ্য হবে আফগানিস্তানে জাতীয় ঐক্য গড়ে তোলা এবং কাবুল ও আঞ্চলিক দেশগুলোর মধ্যে রাজনীতি, অর্থনীতি, সন্ত্রাসবিরোধী কার্যক্রম ও মাদকবিরোধী সহযোগিতা বাড়ানো।”

বৈঠক শেষে একটি যৌথ বিবৃতি প্রকাশ করা হবে বলে আশা করা হচ্ছে।